Mohib khan`s New Song "Tolo Takbir I Muhib Khan" (তোলো তাকবীর ) I Islamic Gojol Download

Mohib khan`s New Song "Tolo Takbir I Muhib Khan" (তোলো তাকবীর ) I Islamic Gojol Download | Bangla Islamic Song

Song : Tolo Takbir Lyric, Tune & Artist : Muhib Khan Record Label : Holy Tune Studio Video Edit : Arif Arian Thanks to : Mahfuzul Alam Produced by : Holy Media

তোল তাকবীর
পৃথিবীর কোনায় কোনায় আমার এই গান দাও ছড়িয়ে
মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে

অধিকার করতে আদায় লড়তে হবে এসব কে বল
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো

 জেহাদের তাকবীরে ফের জাগরে যুগের বীর সালাহ উদ্দিন
ইয়াহুদের হাত হতে আকসা ছিনে আন, আনরে ফিলিস্তিন

 ছুটে আয় বিন কাসিম আর গজনবী, ঘূরীর মতো সব বীর
কেড়ে আন মুসরীকীনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর

তোল তাকবীর, তোল তাকবীর, তোল তাকবীর
তোল তাকবীর, তোল তাকবীর, তোল তাকবীর

এদিকে বারুদ বুকে মরছে ধুঁকে সহস্র জানবাজ
ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে ভন্ড আরব রাজ

এদিকে ঝরছে বোমায় লক্ষ্য মাসুম অবুঝ শিশুর প্রাণ
 ওদিকে বিশ্ব মোড়ল সঙ্গ শোনায় হিউমেনিটির গান

জাগোরে তুর্কি আরব বঙ্গ মালয় পাক সেনা দল
সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল

এ লড়াইয়ে ঘটবে ভিষন চলছে মিশন ওই শিবিরে
কেন হায় জাগছ না দুর্বার গতিতে, চলছো ধীরে

জাগো অর্থে, জাগো অস্ত্রে, জাগো ঐক্যে জাগো আজ সব
রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব

জ্ঞান-বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির, 
গণমাধ্যম গড় দুশমন শিবিরের দূর্গে ধরাও চীর

তোল তাকবীর, তোল তাকবীর, তোল তাকবীর
তোল তাকবীর, তোল তাকবীর, তোল তাকবীর

পৃথিবীর দেশ, ভাষা, জাত-পাত ভুলে মুসলিম সবে এক হও
ওরা সব এক হয়ে আজ করছে লড়াই, তোমরা তো এক নও

কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল
কত আর দেখবে মায়ের বুক ফাঁটা নাদ বোনের অশ্রুজল


Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous September 15, 2020 at 4:12 AM

    পৃথিবীর চুড়ায় চুড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে
    আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তুলে আজ গুন গুনিয়ে
    এ আওয়াজ ইস্রাফীলের শিঙ্গা হয়ে বাজবে শেষে
    জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেষে
    ওঠো গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ
    করো স্বাধীন আরাকান সিরিয়া ইরাক লও কেড়ে আফগান
    জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চ তোমার শির
    বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাঁচো হে বীর
    তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর...

Add Comment
comment url